A poem for Taslima Nasrin

USA2001

অভিজ্ঞতার জন্য সবার অন্তত একবার
নির্বাসনের জীবন ভোগের প্রচন্ড দরকার
সাদা মেঘ উড়ছে
তসলিমা নাসরিন দেখছেন
দ্বিতীয় মোহভঙ্গের পরে
নীল আকাশের নীচে
আমেরিকার পাহাড়
সুহৃদও আছে সাথে
তার ছেলেমানুষিগুলো
ফুলে ফুলে খেলা করে
তসলিমা নাসরিন ভাবছেন
কলকাতার কথা
আর তার প্র্রথম মোহভঙ্গের গান শুনছেন
গন্ধরাজের পাপড়ির রঙের বাতাস ঢেউ তুলছে
এত কিছু অপেক্ষা করে ছিল
ঘড়ির কাঁটা জানত না
তসলিমা নাসরিন
নিজেও জানতেন না

তমসো দীপ
তসলিমা নাসরিনকে উংসর্গিত
06 May 2009